মেহেরপুর অফিস: ঢাকা টোব্যাকো কোম্পানির মেহেরপুর ডিপো থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ লঙ্ঘন করে জর্দ্দার মোড়ে স্বাস্থ্য সতর্কবাণী প্রদান না করা ও ভোক্তা অধিকার আইন ২০০৯ লঙ্ঘন করে সিগারেটের মূল্য লিপিবদ্ধ ছাড়াই বাজারজাত করার অপরাধে এ অর্থদণ্ড আদায় করা হয়।মেহেরপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন গত রোববার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।