মেহেরপুর কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি পালন

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে কালেক্টরেটের অধীনে কর্মরত সহকারীদের (৩য় শ্রেণির কর্মচারী) পদবি পরিবর্তন ও সম্মানজনক বেতন স্কেল প্রদানের দাবিতে তৃতীয় দিনের মতো দু’ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) মেহেরপুর জেলা শাখা। গতকাল সোমবার বেলা ১০টা থেকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ওই কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) মেহেরপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আফতাব আলী খাঁন, সহসভাপতি সাইফুল্লা খানসহ বাকাসস’র সদস্যবৃন্দ একর্মসূচিতে অংশগ্রহণ করেন।