চুয়াডাঙ্গা বিদ্যুত বিভাগ গ্রাহকদের অনিয়ম দূর করতে তৎপর : ভ্রাম্যমাণ আদালত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বিদ্যুত বিভাগ গ্রাহকদের অনিয়ম দূর করতে তৎপর হয়ে উঠেছে। গতকাল পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৪ জন গ্রাহককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে। মিটার বাইপাস করে বিদ্যুত চুরি, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করার পর বিল পরিশোধ না করে আবার নিজেরাই পুনসংযোগ করে বিদ্যুত ব্যবহারের কারণে এ অর্থদণ্ডাদেশ দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার। সহযোগিতায় ছিলেন বিদ্যুত বিতরণ বিভাগের কর্মকর্তাসহ সদর থানার পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত রাজু মণ্ডলের ছেলে সারজেত মণ্ডলের বাড়িতে বৈদ্যুতিক মিটার বাইপাস করে অবৈধভাবে বিদ্যুত ব্যবহার করে আসছিলো। বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। কেদারগঞ্জের আব্দুল করিমের ছেলে কবিরের বাড়ির বিদ্যুত সংযোগ গত বছরের ১ জানুয়ারি বিচ্ছিন্ন করা হয়। পরবর্তীতে গ্রাহক নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুত সংযোগ লাগিয়ে অবৈধভাবে বিদ্যুত ব্যবহার করে আসছিলো। এ কারণে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বেলগাছিল মৃত মোসলেম উদ্দিনের ছেলে একরামুল হকের বিদ্যুত সংযোগ বিল বকেয়ার কারণে বিচ্ছিন্ন করা হয়। ২০১০ সালের ১৫ নভেম্বর বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হলেও গ্রাহক অবৈধভাবে সংযোগ নিয়ে অবৈধভাবে বিদ্যুত ব্যবহার করে আসছিলো। এ ছাড়া বিদ্যুত মিটারের সিল কাটে গুরুতর অপরাধ করেন। এ দু অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।