নানা সমস্যায় জর্জরিতজীবননগর পাইলট হাইস্কুল : ম্যানেজিং কমিটি নেই ৩ বছর

 

 

জীবননগর ব্যুরো: নানা সমস্যায় জর্জরিত জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী জীবননগর থানা পাইলট হাইস্কুল। শিক্ষার্থী আছে কিন্তু বছরের পর বছর ধরে শিক্ষক নেই। আদালতের মামলার কারণে গত প্রায় ৩ বছর ধরে স্কুলটিতে নেই কোনো ম্যানেজিং কমিটি। এ অবস্থায় জীবননগরের এ সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি ক্রমেই ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

জানা গেছে, এক সময়ের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জীবননগর থানা পাইলট হাইস্কুল। এ স্কুলে লেখাপড়া করে অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। এক দিকে যেমন শিক্ষার মান কমতে শুরু করেছে ঠিক তেমনি এ শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে এ স্কুলে ইংরেজিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের কোনো শিক্ষক নেই। জেনারেল সেকশনে পর্যাপ্ত শিক্ষক না থাকায় ভোকেশনাল সেকশনের শিক্ষকদের দিয়ে যেনতেনভাবে কাজ চালানো হচ্ছে। যে কারণে ভোকেশনাল সেকশনের শিক্ষার্থীদের ফলাফলের মান খুবই নাজুক। প্রায় ৩ বছরের বেশি সময় ধরে এ স্কুলের কোনো ম্যানেজিং কমিটি নেই। স্কুলটিতে নতুন ভবনসহ সব ধরনের চাহিদা পূরণ হলেও এ উন্নতি কোনো কাজে লাগছে না বলে এলাকাবাসীর অভিযোগ। এ অবস্থায় সুনামধন্য এ স্কুলটির সকল সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।