খবর:(কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে আম : পচন ঠেকাতে দেয়া হচ্ছে ফরমালিন)
বিষ খাবো না বলেই এবার
খাচ্ছি নাগো ফল,
খাওয়ার কথা মনে হলেই
মুখে আসে জল।
ছেলে বলে মেয়ে বলে
কিনে এনো আম,
ফরমালিনের কথা শুনেই
গলায় জমে ঘাম।
ফল খাওনের শখ মিটেছে
বদলে গেছে কাল,
কী আর খাবো বাংলাদেশে
খাওয়া মানেই কাল।
-আহাদ আলী মোল্লা