চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে গাঁজা ও জুয়ার সরঞ্জামসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জ থেকে ৬ জুয়াড়িকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুজ্জামানের নেতৃত্বে গতরাত ৯টার দিকে জুয়ার আসরে অভিযান চালিয়ে এলাকার লুৎফর রহমানের আমবাগান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভাধীন হাটকালুগঞ্জ এলাকার লুৎফর রহমানের আমবাগানে নিয়মিত জুয়া ও মাদকের আড্ডা বসে। গোপনসূত্রে খবর পেয়ে গহতরাত ৯টার দিকে সহকারী পুলিশ সুপারের (সার্কেল) নেতৃত্বে সদর থানার ওসি আসাদুজ্জামান মুনশী সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় ৬ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ শ পুরিয়া গাঁজা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করেন। আটককৃতরা হলেন হাটকালুগঞ্জের ইসমাইলের ছেলে খোকন, বেচু শেখের ছেলে মোহাম্মদ আলী, তালতলার আবদুলের ছেলে মোমিন, একই গ্রামের আবুল হোসেনের ছেলে লাল চাঁদ, চুয়াডাঙ্গা মসজিদপাড়ার আকবরের ছেলে স্বপন ও ফার্মপাড়ার আজগরের ছেলে রহিম। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হতে পারে।