আলমডাঙ্গার বণ্ডবিল গ্রামের মতিয়ারকে কুপিয়ে জখম

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বণ্ডবিল গ্রামের প্রবাসীর স্ত্রী কুপিয়ে জখম করেছেন একই গ্রামের মতিয়ার নামের এক লম্পটকে।প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার এক পর্যায়ে গতকাল তিনি এক সন্তানের জনক মতিয়ারকে হেঁসো দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।

জানাগেছে,আলমডাঙ্গা পৌরসভাধীন বণ্ডবিল গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাউসার আলীর স্ত্রী চামেলী খাতুনের প্রতি কুদৃষ্টি পড়ে প্রতিবেশী আত্তাব আলীর ছেলে ১ সন্তানের জনক মতিয়ারের। প্রায় ৬ মাস আগে মালয়েশিয়া গেছেন কাউসার আলী।স্বামী প্রবাসে থাকার সুযোগে মতিয়ার প্রায় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। স্বামীর অবর্তমানে চামেলী খাতুন ওই বিষয়ে কোনো ঝামেলা হোক, তা চাচ্ছিলেন না।গতকাল সোমবার দুপুরে নির্জন স্থানে একা পেয়ে মতিয়ার তাকে জাপটে ধরতে গেলে চামেলী খাতুনের কাছে থাকা হেঁসোদিয়ে মতিয়ারকে কুপিয়ে জখম করেন।