আলমডাঙ্গা ব্যুরো: আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক বাড়ি নির্মাণ বন্ধ করতে ও ভাতিজাকে মারধর করার প্রতিকার চেয়ে গতকাল সোমবার সাংবাদিক সম্মেলন করেছেন আলমডাঙ্গা সোনাপটির তপন কুমার পাল।সাংবাদিক সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেছেন, আলমডাঙ্গা শহরের সোনাপটির তপন পালের বাড়ির পাশে সন্তোষ কুমার কর্মকার অবৈধভাবে একটি বাড়ি নির্মাণ করছেন। নির্মাণাধীন ওই বাড়ির জানালাসহ কিছু অংশ তপন পালের জমির মধ্যে চলে যাচ্ছে। এবারে তপন পাল আলমডাঙ্গা পৌর সভায় লিখিত অভিযোগ করেও কোনো লাভ হয়নি। পৌর কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করেই কাজ চালিয়ে যাচ্ছেন সন্তোষ কর্মকার। বাধ্য হয়ে তপন পাল আদালতের আশ্রয় গ্রহণ করেন। বিজ্ঞ আদালত বিবাদমান ওই সম্পত্তিতে বাড়ি নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছেন। তারপরও আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আজ অবধি বাড়ি নির্মাণ কাজ করা হচ্ছে। গতকাল দুপুরে অবৈধভাবে নির্মাণ করা ওই বাড়ির কাজের ছবি তুলতে গেলে তপন পালের বড় ভাইয়ের ছেলে আমাদের সংবাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি তন্ময়কে ধরে মারধরে পুলিশের হাতে তুলে দেয়।
তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের নিকট আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণাধীন বাড়ির কাজ বন্ধ ও তার ভাতিজা সাংবাদিক তন্ময় পালকে মারধর করার প্রতিকার দাবি করেছেন।