৭ জেলায় আ. লীগের সম্মেলনের তারিখ ঘোষণা

 

স্টাফ রিপোর্টার: আগামীদু মাসের মধ্যে সাত সাংগঠনিক জেলার সম্মেলনের তারিখ নির্ধারিন করেছেআওয়ামী লীগ। গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিররাজনৈতিক কার্যালয়ে দলের  যুগ্মসাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সাথেজরুরি বৈঠকে সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়।
এগুলো হলো, ২১ জুনমুন্সীগঞ্জ, ২৬ জুন বরগুনা, ২৭ জুন পটুয়াখালী, ২৮ জুন কিশোরগঞ্জ, ১২ জুলাইঠাকুরগাঁও, ১৫ জুলাই খুলনা মহানগর এবং ১৯ জুলাই রাজশাহী মহানগরে সম্মেলনঅনুষ্ঠিত হবে।বৈঠক সূত্র জানায়, সম্মেলনের মাধ্যমে এসব জেলায় নতুন কমিটিগঠন করা হবে।