মুজিবনগর প্রতিনিধি: আরশাদ আলী মল্লিক (৪৫) নামের এক মাদকব্যবসায়ীকে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস তারানগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে আনন্দবাস গ্রামের আকবর মল্লিকের ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আক্তারুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নিয়ে তিনি আনন্দবাস তারানগর গ্রামের বরজপাড়া নামক স্থানে অবস্থান করছিলেন। এসময় ফেনসিডিল বিক্রির উদ্দেশে আসে আরশাদ মল্লিক। হাতেনাতে ২৫ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গতকালই তার নামে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।