স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রোববার ভোর ৩টার দিকে অগ্রভুলোটগ্রামের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ (২১) ওই এলাকারই বাসিন্দা ছিলেন।খুলনা ২৩ বিজিবির গোগা ক্যাম্পেরইনচার্জ শামসুর রহমান স্থানীয়রা বলেন, ভোরেরদিকে পাভেজসহ ১০-১২ জন গরু নিয়ে ফেরার পথে ওই সীমান্তের কাছে ভারতের ঝাউডাংগা পৌঁছুলেঝাউডাংগা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং কয়েক বার গুলি ছোড়ে।অন্যরা অক্ষত হয়ে পালিয়েআসতে পারলেও পারভেজ গুলিবিদ্ধ হন। সহযোগীরা তাকে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু তিনিপথেই মারা যান।গোগা ইউনিয়ন পরিষদের সদস্যতবিবর রহমান জানান, লাশটি গ্রামে নিয়ে আসা হয়েছে।