মাথাভাঙ্গা মনিটর: গত বিশ্বকাপের ফাইনালের আবহ ফিরে আসছে এবারের গ্রুপ পর্বেই! সেটাও খুবতাড়াতাড়িই। বিশ্বকাপ মাঠে গড়ানোর ঠিক পরের দিন। আগামী শুক্রবার মুখোমুখিহচ্ছে ২০১০ বিশ্বকাপের দু ফাইনালিস্ট স্পেন ও হল্যান্ড। এটি এবারেরবিশ্বকাপে উভয় দলের প্রথম ম্যাচ বলে উত্তেজনার মাত্রাটা বেড়ে যাচ্ছেবহুগুণে।এ ম্যাচের দিকে যে গোটা ফুটবল দুনিয়া তাকিয়ে থাকবে, তা বলারঅপেক্ষা রাখে না। এ মুহূর্তে এই দু দল হয়তো ভাবছে ওই ম্যাচটিকে নিয়েই।এল সালভাদরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শেষেই অবধারিতভাবে চলে এলপ্রসঙ্গটা। সাংবাদিকদের সেই প্রশ্নে জবাবটাও হয়তো আগে থেকেই ঠিক করেরেখেছিলেন বস্ক, আমাদের কোনো ভয় নেই। কিন্তু আমরা হল্যান্ডকে শ্রদ্ধাকরি। গত বিশ্বকাপের রানার্সআপ দল ওরা। তাই হল্যান্ডের প্রতি পূর্ণ শ্রদ্ধাআমাদের রয়েছে।
‘বি’গ্রুপে হল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর স্পেন খেলবেচিলি ও অস্ট্রেলিয়ার সঙ্গে। দেল বস্ক জানালেন, শিরোপা ধরে রাখতেআত্মবিশ্বাসী বিশ্বচ্যাম্পিয়নরা, অনুশীলন ও দুটি প্রস্তুতি ম্যাচের পরযথেষ্ট আত্মবিশ্বাসী আমরা। প্রত্যাশা মতোই আমরা খেলছি। আত্মবিশ্বাস নিয়েআমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি।