স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান’ শীর্ষক এক আলোচনাসভা গতকাল রোববার চুয়াডাঙ্গা পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভি.জে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, পলিটেকনিক ইন্সটিটিউটের পরিচালক মনিরুজ্জামান, ভি.জে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোর্শেদ, অ্যাড. নওশের আলী, মানবাধিকার কর্মী নূঝাত পারভীন, শিক্ষক সেকেন্দার আলী প্রমুখ।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাভায় বক্তারা দুর্নীতির ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের গুরুত্বারোপ করেন।