দর্শনা অফিস:দর্শনা মেমনগর কিশোর সংঘের আয়োজনে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে মেমনগর স্কুলমাঠে অনুষ্ঠিত ফাইনালে মেমনগর কিংস এইডকে ১৪ রানে হারিয়েছে মেমনগর নাইট রাইডার্স। খেলা পরিচালনা করেন রমিজ,হৃদয়,রবিন ও আসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রেজাউল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল, ফয়সাল, আশরাফুল, নাজমুল, নিপুন, রমিন, জাকির প্রমুখ।