স্টাফ রিপোর্টার: গাজীপুরে গুলি করে প্রায় ৫০ লাখ টাকা ছিনতাই করেনিয়ে গেছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের ছোড়া গুলিতে টাকা বহনকারীদের একজনগুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ হারুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালকলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রোববার দুপুরেরদিকে ঢাকা টোব্যাকো কোম্পানির গাজীপুর এজেন্ট এমআইএম কোম্পানীর দুজনপ্রতিনিধি ওই কোম্পানীর টাকা নিয়ে নগরের শিববাড়ি মোর এলাকার সাউথ ইস্টব্যাংকে জমা দেয়ার উদ্দেশে রিকশাযোগে রওনা হন। তারা শিববাড়ি মোড়ের একটিবিল্ডিংয়ের দোতলায় অবস্থিত ব্যাংকের নিচে পৌঁছার আগ মূহুর্তে দুর্বৃত্তরাতাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছড়ে। এতে কোম্পানির একজনপ্রতিনিধি হারুন (৪৫) গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েমোটরসাইকেলযোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। কয়েকটি মোটরসাইকেলে ওত পেতেথাকা যুবকদের হাতে কমপক্ষে ৪-৫টি আগ্নেয়াস্ত্র ছিলো বলে স্থানীরা জানান। পরেস্থানীয় লোকজন গুলিবিদ্ধ হারুনকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়।সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালকলেজ হাসপাতালে স্থানান্তর করেন। গুলিবিদ্ধ হারুন নরসিংদীর মনোহরদীর বামনেরগাঁও গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।