কানাডায় হেলিকপ্টারে চড়ে পালিয়েছে তিন কয়েদি

 

শনিবার কানাডার কুইবেক প্রদেশের ওরসাইনভিল কারাগার থেকে জেল ভেঙেহেলিকপ্টারে করে তিন কয়েদি ইভেস ডেনিস, ডেনিস লেফেব্রে এবং সার্গেইপোমেরলেয়াউ পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া কয়েদিদের গ্রেফতার করতে ইতোমধ্যেঅভিযান শুরু করেছে পুলিশ। কয়েদিরা হেলিকপ্টারে করে কানাডার পশ্চিমাঞ্চলেপাড়ি জমিয়েছে বলে ধারণা করছে পুলিশ।তবে তারা কিভাবে পালিয়েছে সেব্যাপারে বিস্তারিত জানা যায়নি। কানাডায় হেলিকপ্টারে করে বন্দি পলায়নের এটিকোনো নতুন ঘটনা নয়। গত বছর মন্ট্রিলের নিকটবর্তী এক কারাগার থেকেহেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছিল এক বন্দি। পরে অবশ্য তাকে গ্রেফতারকরেছিল পুলিশ।