কাজী শামসুল হকের আহ্বান

 

 

চুয়াডাঙ্গা পৌরসভার ৪ ও ৯নং ওয়ার্ডের কাজী শামসুল হক এক বিজ্ঞপ্তিতে বলেছেন, জিনতলা মল্লিকপাড়ার অস্থায়ী বাসিন্দা কাজী মো. জসিম উদ্দীন এলাকার কাজী না হয়েও তিনি তার দুজন সহকারী দ্বারা বিবাহ ও তালাক রেজিস্ট্রি করে আসছিলেন। এ কারণে আদালতে মকদ্দমা দায়ের করা হয়। আবেদনের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা সহকারী জজ আদালত কর্তৃক কাজী জসিম উদ্দীনকে ৪ ও ৯নং ওয়ার্ডে বিবাহ ও নিকাহ রেজিস্ট্রির ওপর অস্থায়ী নিষেধজ্ঞা জারি করেছেন। ফলে এখন থেকে তিনি ৪ ও ৯নং ওয়ার্ডে বিবাহ ও নিকাহ রেজিস্ট্রি করলে এ ওয়ার্ডের কাজী শামসুল হককে জানানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে। কেউ তা জানালে তাকে পুরস্কৃত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়ে তিনি বলেছেন, কাজী জসিম উদ্দীন পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের কাজী। অথচ তিনি আমার এলাকা তথা ৪ ও ৯নং ওয়ার্ডে অবৈধভাবে বিবাহ ও নিকাহ রেজিস্ট্রি করে আসছিলেন।- বিজ্ঞপ্তি