আগস্টে জামায়াতের কঠোর আন্দোলন

 

স্টাফ রিপোর্টার: আন্দোলনেরজন্য আগস্ট মাসকে টার্গেট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ মাসে সরকারবিরোধী একদফা আন্দোলনে নামতে চায় দলটি। এ লক্ষ্যে দলের আভ্যন্তরীণ বেশ কয়েকটিটার্গেট বাস্তবায়ন করেছে সংগঠনটি। ইতোমধ্যে বেশ কিছু কর্মসূচিও হাতেনিয়েছে দলটি।

জামায়াত নেতারা বলছেন, ঘর গোছানোর কাজেব্যস্ত তারা। সরকারের সাথে সমঝোতা ও বিএনপির সাথে দূরত্বের বিষয়ে তারাবলছেন, এটি স্রেফ (শুধুই) গুজব।৫ জানুয়ারির নির্বাচনেরপর জামায়াত তাদের কৌশলে কিছুটা পরিবর্তন আনে। এ নির্বাচনের পর থেকে সংঘাতময়পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি থেকে সরে আসে দলটি। সংসদনির্বাচনের পর সাংগঠনিকভাবে উপজেলা নির্বাচনে সরকার সমর্থন আদায়ের চেষ্টাকরে দলটি। প্রথম দুদফা নির্বাচনের ফলাফলে জামায়াত প্রার্থীদের বিজয়েবিস্মিত হয়েছিলো অনেকে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয় রাজনৈতিক অঙ্গনে।পরবর্তীতে সরকারদলীয় প্রার্থীদের নানা অনিয়মের পরও দলটি বেশ নমনীয় ছিলো।সংসদনির্বাচনের পর জামায়াত যে মামলা ও হামলার শিকার হচ্ছে না এমনটি নয়, তবেকঠোর আন্দোলনে নেই দলটি। বর্তমানে মাঠ গরম করার মতো তেমন কোনো কর্মসূচিওনেই জামায়াতের।