চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত: ৪টি দোকানে অনিয়ম পেয়ে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ হাসান চত্বরে ও নিচের বাজারের বেশ কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত দোকানে অনিয়ম পেয়ে বিভিন্ন আইনে ৪ জন ব্যবসায়ীকে অর্থদণ্ডাদেশ দেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা নিচের বাজারের মোয়াজ্জেম স্টোরে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার কারণে ভ্রাম্যমাণ আদালত ৩ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা মোয়াজ্জেম স্টোরের প্রোপাইটর সাজ্জাদ হোসেন পরিশোধ করেন। একই বাজারের অমিনুল স্টোরের প্রোপাইটার বাবুকে ১ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও শহীদ হাসান চত্বরের দুটি দোকানে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার ও ফারজানা খানম। সহযোগিতায় ছিলেন সদর থানার এএসআই আতিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।