স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে আগরতলায় নিরাপত্তারক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে গ্রামবাসীর। নিরাপত্তা বাহিনীরগুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার পর তা ভয়াবহ আকার ধারণ করে। এ সময় গ্রামবাসীএক বিএসএফ জওয়ানের ওপর চড়াও হয়। এতে তিনি নিহত হন। আহত হয়েছেন বেশ কয়েকজনজওয়ান। বিএসএফ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বিএস রাওয়াত বলেন, গতশুক্রবার রাতেবিএসএফের সদস্যরা দক্ষিণ রামনগর এলাকায় পাচার বিরোধী অবস্থান নেয়। এ সময়তাদের ওপর হামলা করে গ্রামবাসী। আত্মরক্ষার জন্য তখন বিএসএফ তাদের ওপর গুলিচালায়। এতে ইসমাইল মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। এ নিয়ে পশ্চিম আগরতলাথানায় মামলা করা হয়েছে। মামলায় বলা হয়েছে, কয়েকজন মিলে একটি পুকুর পাড়েবিশ্রাম নেয়ার সময় সেখানে বাকবিতণ্ডায় লিপ্ত হয় বিএসএফ সদস্যরা। এরপর তারাপ্রকাশ্যে গুলি করে। তবে বিএসএফের মহাপরিচালক বলেছেন, গ্রামবাসী নিরাপত্তারক্ষাকারীদের ওপর আক্রমণ চালায় লাঠি হাতে নিয়ে। প্রথমে বিএসএফ তাদেরকেছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি করে। তারপর আত্মরক্ষার জন্য তারা গুলি করতে বাধ্যহয়। এতে ইসমাইল মিয়া নামে একজন মারা যান। এরপর গ্রামবাসী হামলা চালিয়েহত্যা করে এক বিএসএফ সদস্যকে। আহত হয় বিএসএফের এক জওয়ান। জিবি হাসপাতালে ৯জনকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিম ত্রিপুরা জেলার ম্যাজিস্ট্রেটঅভিষেক সিং। তিনি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনিবলেছেন, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এ তদন্ত আমিই করছি। তদন্ত শেষহলেই ফল জানা যাবে। কাউকে দোষী পাওয়া গেলে তার বিরুদ্ধে নেয়া হবে কঠোরব্যবস্থা। এ থেকে কারো রেহাই মিলবে না।