রংপুরে বজ্রপাতে নিহত ৩ আহত ১৫

 

স্টাফ রিপোর্টার: রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে এই ঘটনা ঘটে।নিহতরাহলেন, জেলার বদরগঞ্জ মধুপুরের উত্তর বাউচণ্ডির মৃত হেলাল উদ্দিনের ছেলেনুরুন্নবী (৫০),কালুপাড়া ইউনিয়নের খুনিয়া পাড়া গ্রামের তাজুকুল ইসলাম (১৫), মজিবররহমান।

পুলিশ জানায়, বদরগঞ্জ উপজেলার মধুপুরের উত্তরবাউচণ্ডি কাজীপাড়া হাটে বসে গল্প করছিলেন ওই গ্রামের মৃত হেলাল উদ্দিনেরছেলে নুরুন্নবী (৫০), কালুপাড়া ইউনিয়নের খুনিয়া পাড়া গ্রামের তাজুকুল ইসলাম (১৫) এবং মজিবর রহমান। এসময় হঠাত বজ্রপাত শুরু হলে তারা তিনজন ঘটনাস্থলেইমারা যান। এছাড়া বজ্রপাতে ১৫ জন আহতও হন। আহতদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটিঅপমৃত্যুর মামলা হয়েছে।