মেহেরপুর অফিস: সমাজসেবায় বিশেষ আবদান রাখায় মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলীকে শেরেবাংলা একে ফজলুল হক পদকে ভূষিত করা হয়েছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাড. মিয়াজান আলীর হাতে পদক তুলে দেন।
গতকাল শনিবার বেলা ১১টায় ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ভিআইপি সেমিনার মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে কর্মজীবী মানুষের প্রতি শেরে বাংলার ভূমিকা শীর্ষক এক আলোচনাসভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে শেরে বাংলা গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য অ্যাড. জিয়াউল হক মৃধা। অনুষ্ঠানে অ্যাড. মিয়াজান আলীসহ দেশের ৭ জন জেলা পরিষদ প্রশাসককে ওই পদক দেয়া হয়।
সমাজসেবায় বিশেষ আবদান রেখে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী শেরে বাংলা একে ফজলুল হক পদকে ভূষিত হওয়ায় মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্য তাকে অভিনন্দন জানান।