মেহেরপুর অফিস: মার্কস অল রাউন্ডার প্রতিযোগিতায় যশোর জোনের সিলেকশান রাউন্ডে মেহেরপুরের মেয়ে লামিয়া ফারজানা হৃদি ও তার বোন মায়শা ফারজানা ঐশি হাজার হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে নির্বাচিত হয়েছে।
গত শুক্রবার স্কুলভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা-১৪ এ হৃদি খ শাখায় কবিতা ও একক অভিনয়ে নির্বাচিত ১০ জনের মধ্যে ৩য় স্থান অধিকার করে। এছাড়া ঐশি ক শাখায় কবিতায় অবৃতিতে নির্বাচিত ১০ জনের মধ্যে প্রথম ও একক অভিনয়ে ৩য় স্থান অধিকার করে। হৃদি ও ঐশি মেহেরপুরের সাংবাদিক জিএফ মামুন লাকির মেয়ে এবং তারা মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।