স্টাফ রিপোর্টার: বাংলাদেশ থেকে ১৫ হাজার ৯১৪ কিলোমিটার দূরে ব্রাজিলের অবস্থান। স্থানিক এদূরত্ব ছাড়িয়ে ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার ঢেউ এসেলেগেছে বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গাবাসীর হৃদয়ে। স্বাগতিক ব্রাজিলের প্রতিতাদের ভালোবাসা প্রকাশ করতে তিন হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে ২০ কিলোমিটারপথ হেঁটে শোভাযাত্রা করেছে তারা।গতকাল শনিবার ফরিদপুরের ভাঙ্গায় এব্যতিক্রমী শোভাযাত্রা হয়। এর আয়োজন করে ভাঙ্গা উপজেলার নুরুলাগঞ্জইউনিয়নের ধর্মদী গ্রামের সোনারতরী ক্লাব।
সকাল নয়টার দিকে তিন শতাধিকব্রাজিল সমর্থক দীর্ঘ ওই পতাকা নিয়ে ধর্মদী গ্রাম থেকে হেঁটে আনন্দশোভাযাত্রা শুরু করে। ধীরে ধীরে আশপাশের পুখুরিয়া, নাজিরপুর ওব্রাহ্মণকান্দা গ্রাম থেকে আরও কয়েকশ ব্রাজিল সমর্থক এতে যোগ দেয়।শোভাযাত্রায় অংশ নেয়া ব্রাজিল সমর্থকদের বেশির ভাগের পরনে ছিলো ব্রাজিলফুটবল দলের জার্সি।শোভাযাত্রাটি ধর্মদী গ্রাম থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাউপজেলার মানিকদহ, হামিরদী, ভাঙ্গা পৌরসভার ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়েবেলা একটার দিকে শেষ হয়।