মাথাভাঙ্গা মনিটর: পানামার বিরুদ্ধে বড় জয়ে বিশ্বকাপের প্রস্তুতিটাশুরু করেছিলো স্বাগতিক ব্রাজিল। তবে শেষ প্রস্তুতি ম্যাচে সেই ধারাবাহিকতাবজায় রাখতে পারলো না পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গত শুক্রবার রাতেসার্বিয়াকে হারাতে তাদের ঘাম জড়াতে হয়েছে। ফ্রেডের একমাত্র গোলেইসার্বিয়াকে হারিয়েছে ব্রাজিল। সার্বিয়ার বিরুদ্ধে জয়টা কষ্টার্জিত হলেও গতনয় ম্যাচের সবকটিতেই জিতেছে কোচ লুইস ফেলিপে স্কলারির দল। আর স্কলারিব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর ২২ ম্যাচে এটি ১৬তম জয়।প্রথমার্ধেইপাঁচ বারের চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষায় ফেলেছিলো সার্বিয়া। আগের আট ম্যাচেঅপরাজিত দলটি প্রথমার্ধে গোলের অন্তত চারটি সুযোগ তৈরি করে। কিন্তু কোলারভও মিত্রোভিচের ব্যর্থতায় গোল পায়নি ইউরোপের দলটি। সুযোগ পেয়েছিলো ব্রাজিলও।কিন্তু নেইমার, ফ্রেড, মার্সেলোরা সেই সব সুযোগ কাজে লাগাতে পারেননি। তবেদ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন ফ্রেড। সিলভার ক্রস থেকেগোলটি করেন এ স্ট্রাইকার। ৭৩তম মিনিটে সমতা ফেরোনার দারুণ সুযোগটি হাতছাড়াহয়ে যায় সার্বিয়ার। কোলারভের ক্রস থেকে জোকিচের হেড পোস্টে লেগে ব্যর্থহয়ে যায়। পরের মিনিচে মার্কোভিচের দারুণ একটি প্রচেষ্টা ব্যর্থ করেন দেনব্রাজিলের গোলরক্ষক। ১২ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুহবে ব্রাজিলের। ‘এ’ গ্রুপে তার প্রতিপক্ষ মেক্সিকো ও ক্যামেরুন।
ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নটা নেইমারের উপরই নির্ভর করছে বলে জানিয়েছেন কোচ লুইস ফেলিপে স্কলারি।দেশের মাটিতেবিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। তাদের এই স্বপ্নের আবর্তন নেইমারকেঘিরে বলেই জানিয়েছেন কোচ লুইস ফেলিপে স্কলারি।বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের অভিযানশুরু হলো বলে। এক মাসের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষা ব্রাজিল দলের। এরমধ্যেই নেইমারদের এক দিনের জন্য ছুটি দিলেন ব্রাজিল কোচ লুইস ফেলিপেস্কলারি।গত শুক্রবার সার্বিয়ারবিপক্ষে ১-০ গোলে জয়ের পর সাজঘরেই ব্রাজিল দলকে শনিবারের ছুটি দেয়ার ঘোষণা দেন কোচ।ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে স্কলারিই এ ছুটির কথা জানিয়েছেন সাংবাদিকদের।