স্টাফরিপোর্টার: চুয়াডাঙ্গা রেলপাড়ার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আবু সিদ্দিকের লাশ গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর থানার একদল চৌকস পুলিশের মাধ্যমে বীরমুক্তিযোদ্ধা আবু সিদ্দিকের গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান বীরমুক্তিযোদ্ধা আবু সিদ্দিকের লাশের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, উপজেলা কমান্ডার আ.শু. বাঙালী,সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম মালিক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শেখ গোলাম মোস্তফা মাস্তার, সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ। বেলা ১১টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে মরহুমের জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।