পদ্মা সেতুর ওয়ারেন্টিমাত্র ১ বছর

 

স্টাফ রিপোর্টার: পদ্মা সেতুর আয়ুষ্কাল ধরা হয়েছে ১০০ বছর। এর বিপরীতেকার্যাদেশ পাওয়া চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিংকোম্পানি সেতুটির নির্মাণ-পরবর্তী ওয়ারেন্টি দিচ্ছে মাত্র এক বছর। যদিওআন্তর্জাতিকভাবে স্বীকৃত ওয়ারেন্টি পিরিয়ড কমপক্ষে দু বছর। কখনও কখনও তাতিন বছরও দেয়া হয়। এছাড়া বীমা নিরাপত্তা না দেয়ার শর্তে চায়না মেজর ব্রিজকেপদ্মা সেতু নির্মাণে ঠিকাদার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এখন নির্মাণকালেরজন্য এ গ্যারান্টি দেবে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ওদিকে কার্যাদেশ দেয়ার চারসপ্তাহের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের পারফরমেন্স গ্যারান্টি জমা দিতে হয়।তবে চায়না মেজর ব্রিজ এক সপ্তাহের মধ্যে এ গ্যারান্টি জমা দেয়ার আশ্বাসদিয়েছে। পারফরমেন্স গ্যারান্টি যাচাই-বাছাই শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানেরসাথে চুক্তি করা হবে। এক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে ১৮ই জুনচুক্তি স্বাক্ষর হতে পারে। এরপর অক্টোবর-নভেম্বরে সেতুর নির্মাণকাজ শুরুরপরিকল্পনা করছে চায়না ব্রিজ। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারিক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পদ্মা সেতুর মেন ব্রিজেরপ্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বলা হয়, কাজ শুরুর দিন থেকেচার বছরের মধ্যে সেতু নির্মাণ সম্পন্ন করার অঙ্গীকার করেছে চায়না মেজরব্রিজ। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির নির্মাণ-পরবর্তী এক বছরের দায়িত্ব (ওয়ারেন্টি) নেবে। এরপর সেতুতে কোনো সমস্যা হলে তার দায় বাংলাদেশ সরকারের।চায়না মেজর ব্রিজের আর কোনো দায়দায়িত্ব থাকবে না। যদিও বঙ্গবন্ধু (যমুনা)সেতুর ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার হুন্দাই কোম্পানি দুইবছরের ওয়ারেন্টিদিয়েছিলো। পদ্মা সেতুর ওয়ারেন্টির বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতু প্রকল্পেরএক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চায়না মেজর ব্রিজ সেতুটিরওয়ারেন্টি দিচ্ছে এক বছরের।