টিপ্পনী

 

খবর:  রংপুরে তিন বাড়িতে ডাকাতি)

 

রাতের বেলায় ঘুম আসে না

ডাকাত ডাকাত ভয়,

মনটা করে দুরু দুরু

কখন কী যে হয়।

 

পাড়ায় পাড়ায় এ কী হলো

সকাল-বিকেল গুম,

শুনে সবার পেট কাঁপে আর

হারাম হলো ঘুম।

 

চোর-ডাকাতের মেলাতে ভাই

সব কিছু হয় লুট,

ডানে-বাঁয়ে তাকাতে যাও

পুরো পুঁজিই ভুট।

 

ÑAvnv` Avjx †gvj­v