জাতিসংঘে লালনের গান

মাথাভাঙ্গা মনিটর: সঙ্গীতের উজ্জীবনী ক্ষমতায় বিশ্বকে উন্নয়নের পথেনিয়ে যাওয়ার সংকল্প করা হলো জাতিসংঘ সাধারণ অধিবেশনে, যাতে লালন শাহের গানদিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন নিগার সুলতানা সুমি। গতশুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ আধিবেশনকক্ষে অনুষ্ঠিত ওই আন্তর্জাতিক কনসার্টে লালন ব্যান্ড ও সুমি ‘আমি অপার হয়েবসে আছি’ গানটিসহ তিনটি গান পরিবেশন করেন।তবে কনসার্ট শুরুরআগে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও জন অ্যাশ বিশ্ব নেতাদের দিক নির্দেশনাদেয়ার জন্য জাতিসংঘ পরিচালিত জরিপ ‘মাই ওয়ার্ল্ড’-এর প্রেক্ষাপট নিয়েসংক্ষিপ্ত বক্তব্য দেন।জাতিসংঘ পরিচালিত ‘মাই ওয়ার্ল্ড’ জরিপটিভবিষ্যতের পৃথিবী গড়তে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কোন ইস্যুগুলোকেপ্রাধান্য দিচ্ছে, সেটি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে।বিশ্বেরনানা প্রান্তের মানুষের জন্য জাতিসংঘ তাদের জরিপে ১৬টি ইস্যু রেখেছে, যারমধ্য থেকে উত্তরদাতা তার কাছে গুরুত্বপূর্ণ প্রধান ছয়টি ইস্যু বাছাই করতেপারবেন।জাতিসংঘ বলছে, পৃথিবীর উন্নয়নে সবোর্চ্চ ভোটপ্রাপ্ত ছয়টিইস্যু নিয়ে ২০১৫ সাল থেকেই যেনো বিশ্ব নেতারা কাজ শুরু করেন সে বিষয়েসংস্থাটির পক্ষ থেকে চাপদেয়া হবে।উদ্বোধনী পর্বের সঞ্চালক ছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (জনসংযোগ)  পিটার লনস্কি-টিফান্থেল।বান কি-মুন বলেন, “উন্নয়নের নতুন ধারা রচনা করতে হলে  মানুষের সাথেমানুষের যোগাযোগ স্থাপনের কোনো বিকল্প নেই। নতুন বৈশ্বিক চাহিদা ও মানসিকতারসাথে মানানসই বিশ্ব গড়ে তুলতে আমাদেরকে এক সুরে গাইতে হবে, ‘মাইওয়ার্ল্ড’ চালাচ্ছে সে জরিপই।“আর এ কারণেই আজকের রাতেসঙ্গীত শিল্পীরা এখানে এসেছেন কারণ তাদের ভাষা বিশ্বজনীন। এখানে তারা একারণে এসেছেন এটি আবারো প্রমাণ করতে যে পৃথিবীকে বদলে দেয়ার এবং ধাক্কাদেয়ার ক্ষমতা সঙ্গীতের রয়েছে।” জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহের স্থায়ী প্রতিনিধিসহ জাতিসংঘের উর্দ্ধতনকর্মকর্তা এবং বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা এ অনুষ্ঠান ও কনসার্টেউপস্থিত ছিলেন।লালন ব্যান্ডের কন্ঠশিল্পী সুমী প্রথম গানের পরসংক্ষিপ্ত বক্তব্যে বলেন,  “প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ। গরীবদেশ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত হলেও বাংলাদেশের মানুষেরা অসামপ্রদায়িকচেতনায় উদ্বুদ্ধ এবং হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলে পরস্পরের সহযোগীহয়ে বসবাস করছি।