মাথাভাঙ্গা মনিটর: ২০১০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জার্মানি-ইংল্যান্ডের ম্যাচেল্যাম্পার্ডের সেই শটটির কথা মনে আছে?টিভি রিপ্লেতে দেখা গেল,ল্যাম্পার্ডের শট ক্রসপিচে লেগে নিচে পড়ার পর গোললাইন অতিক্রম করেছে।কিন্তু রেফারির দৃষ্টিতে সেটি গোল নয়। এ ঘটনার পর ইংল্যান্ড কোচ ফ্যাবিওক্যাপেলো বলেছিলেন, রেফারি খুব বড় ভুল করেছেন।এবার অবশ্য রেফারির এমন‘ভুল’ হওয়ার শঙ্কা কম। কেননা, ভুল কমিয়ে আনতে ফিফা এনেছে অভিনব ঘড়ি।এবারঅবশ্য অনেক ধরনের প্রযুক্তির সমাবেশ ঘটাচ্ছে ফিফা। এ ঘড়ি তারই একটিসংযোজন। গোললাইন প্রযুক্তি সরবরাহ করছে জার্মান প্রতিষ্ঠান ‘গোলকন্ট্রোল’।বল গোললাইন অতিক্রম করার এক সেকেন্ডের মধ্যেই রেফারিকে একটি সতর্কসংকেত বাভাইব্রেশন অ্যালার্ট দেবে ঘড়িটি। ঘড়িতে ভেসে উঠবে ‘গোল’ শব্দটি।