স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের গোবরগাড়ায় কবর থেকে লাশের কিছু অঙ্গ চুরি হয়েছে। গত শুক্রবার রাতে কে বা কারা কবর খুঁড়ে লাশের কিছু অংশ কেটে নিয়ে গেছে। কেনো নিয়ে গেছে তাও নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না।
গ্রামের একাধিক ব্যক্তি জানিয়েছেন, গোবরগাড়ার মোশারফ হোসেনের ১৫ বছর বয়সী মেয়ে জোসনা খাতুন গত শুক্রবার দুপুরে মারা যায়। ঘরের বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুত স্পৃষ্টে তার মৃত্যু হলে ওইদিনই সন্ধ্যায় দাফন কাজ সম্পন্ন করা হয়। পরদিন সকালে স্থানীয়রা কবর খোঁড়া দেখে চমকে ওঠেন। লাশ চুরি হয়েছে বলে খবর ছড়ালেও পরে খোঁড়া কবর ঠিক করতে গিয়ে দেখা যায়, লাশ আছে, তবে তার কিছু অংশ কেটে নেয়া হয়েছে। কে বা কারা কেনো লাশের শরীরের কিছু অংশ কেটে নিয়ে গেছে তা অবশ্য নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।