গাংনী প্রতিনিধি:মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ একাদশের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ১-০ গোলে জয়লাভ করেছে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় একাদশ।গতকাল শনিবার সকালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়মাঠে এ খেলার উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী। ম্যাচ পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আব্দুল হান্নান।