গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পূর্বমালসাদহ মাঠ এলাকায় শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান আলগামনের ধাক্কায় খালেদা খাতুন (৩২) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে গাংনী শহর থেকে ভ্যানযোগে নিজ বাড়ি গোপালনগরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সে গোপালনগর গ্রামের এনায়েত আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী শহর থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন খালেদা খাতুন। ঘটনাস্থলে পৌঁছুলে যাত্রী বোঝাই একটি দ্রুত গতির একটি আলগামন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হয় খালেদা। স্থানীয় লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ নেয়া হয় নিজ বাড়িতে। পরিবারে দাবির প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফন পক্রিয়া চলছে বলে গাংনী থানা সূত্রে জানা গেছে।