আফগানিস্তানে বন্যায় নিহত শতাধিক

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টি ও বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছেদেশিটির একজন কর্মকর্তা গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন।ওইকর্মকর্তার বরাতে সিনহুয়া জানিয়েছে, “প্রচণ্ড বাতাস আর ভারী বৃষ্টি ও শিলা বর্ষণেরকারণে বাগলান প্রদেশের গাজারঘ-ই-নূর জেলায় গত শুক্রবার রাতে ঘণ্টাব্যাপী সময়ের মধ্যেইশতাধিক মানুষ নিহত ও আরো প্রায় শতমানুষ আহত হন।”জেলাটির প্রধান সড়কগুলো হয়ধ্বংস হয়ে গেছে নয়তো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।তিনি আরো জানান, স্থানীয়অধিবাসীদের জরুরিভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন।