স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে মানসিকভাবে অসুস্থহিসেবেচিহ্নিত করে তাঁর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেনগণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।নাগরিক ঐক্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় গতকাল শনিবারকামাল হোসেন অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের বিভিন্নকর্মকাণ্ডের সমালোচনা করে এ দোয়া চান।বিশিষ্ট এ আইনজীবীঅর্থমন্ত্রীকে সার্কাসের ক্লাউনহিসেবে মন্তব্য করে বলেছেন, বেসিকব্যাংক ও হল-মার্ক কেলেঙ্কারিতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেলো।অথচ এ টাকা কিছুই না বলে তিনি (অর্থমন্ত্রী) হি হি করে হাসেন। তিনি একসময়আমার দলের সাধারণ সম্পাদক ছিলেন। আমার দলে থেকে তিনি (অর্থমন্ত্রী) যদিএসব কথা বলতেন তাহলে আমি তাঁকে বহিষ্কার করতাম।রাজধানীর মিরপুর ১১নম্বরে ময়ূরী কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে নাগরিক ঐক্যরআহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, যারা খুন, গুম করে, তাদের হাত এবং পাভেঙে দিতে হবে।অনুষ্ঠানে মাহবুবুর রহমান ইসমাইল, সাংবাদিক গোলাম মোর্তুজা, পুলিশের হাতে নিহত হওয়া জনির মা খুরশিদা বেগম বক্তব্য দেন।