সিরাজগঞ্জে ছিনতাইহওয়া টিন ও ট্রাকউদ্ধার : আটক ২

 

 

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জেপ্রায় দু হাজার পিস টিনসহ ছিনতাই হওয়া ট্রাকটি ডিবি পুলিশ গত বুধবারসন্ধ্যায় উদ্ধার করেছে। গতবুধবার উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি গ্রামে অভিযানচালিয়ে টিন এবং পাবনার বেড়া এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এর সাথেজড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেনধোপাকান্দি গ্রামেরকাশেম আলীর ছেলে টিন ব্যবসায়ী মতিউর রহমান মতি এবং পার্শ্ববর্তীব্রহ্মকাপালিয়া গ্রামের সোনাউল্লাহ মিয়ার ছেলে আলম হোসেন।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিনজানান, টিনগুলো এক সপ্তা আগে চট্টগ্রাম থেকে বগুড়ায় নেয়ার পথে ট্রাকচালকেরযোগসাজশে ছিনতাই হয়। পরে খালি ট্রাকটি পাবনার বেড়া এলাকায় নগরবাড়ী-বগুড়ামহাসড়ক থেকে উদ্ধার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে ধোপাকান্দি গ্রামে অভিযানচালিয়ে ছিনতাই হওয়া টিনগুলো উদ্ধার এবং সেখান থেকে দুজনকে আটক করা হয়। এব্যাপারে মামলা হয়েছে।