শিল্পীর তুলিতে জীবন্ত হয়ে উঠছে বিশ্বকাপ

 

মাথাভাঙ্গা মনিটর: ১৯৬২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের স্ট্রাইকার আমারিলদো তখন ৯ বছরের কিশোর। ছোঁয়াচে রোগের মতো মারাকানা-দুঃখছোট্ট সেই আমারিলদোকেও ছুঁয়ে গিয়েছিলো। নিজে একটি বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও মারাকানা-দুঃখভুলতে পারেননি তিনি।সেই ম্যাচেরপর মারাকানার ওপর একটা কালো মেঘ ঝুলে আছে।পাঁচ পাঁচটিবিশ্বকাপ জিতেছে ব্রাজিল। জুলে রিমে ট্রফিটা চিরকালের জন্য তাদের হয়ে গেছে। কিন্তুমারাকানা দু:খ কিছুতেই ভোলে না ব্রাজিলের মানুষ।ব্রাজিলের প্রত্যেকটামানুষের মতো আমারিলদোও জানেন, এ দুঃখ ভোলার দাওয়াই কী।এবার যদি আমরাবিশ্বকাপ জিতি,তাহলেই মারাকানার আকাশ থেকে সেই কালো মেঘ সরে যাবে।