মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ব্যক্তিগত সম্পর্কের মূল্যঅনেক বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার।সেই ঐতিহ্য মেনে নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে গেলেননওয়াজ শরিফ। মোদীর মা হীরাবেনের জন্য শাড়ি উপহার পাঠিয়েছেন পাকপ্রধানমন্ত্রী।শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদেরআমন্ত্রণ জানিয়ে বড় কূটনৈতিক পদক্ষেপ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।অনুষ্ঠানে শরিফের সাথে তাঁর ‘আবেগপূর্ণ’ কথাবার্তা হয়েছিলো বলে টুইটারেজানিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভোটে জেতার পরে মোদীকে মিষ্টি খাইয়েছিলেনহীরাবেন। মোদী টুইটারে জানান, ইসলামাবাদে শরিফ তাঁর মায়ের সাথে বসে সেইদৃশ্য টিভিতে দেখেন। পাক প্রধানমন্ত্রীর মা আবেগতাড়িত হয়ে পড়েছিলেন বলেশরিফই জানিয়েছিলেন মোদীকে।এর পর শরিফের মা-কে উপহার হিসেবে শাল পাঠিয়েছিলেন মোদী। সে জন্য তাঁকেটুইটারে ধন্যবাদ জানান শরিফের মেয়ে মরিয়ম। হীরাবেনের জন্য এ বার পাকিস্তানথেকে এসেছে শাড়ি। ধন্যবাদ জানাতে টুইটারকেই বেছে নিয়েছেন মোদী। বলেছেন, “মা-র জন্য দারুণ শাড়ি পাঠিয়েছেন শরিফজি। আমি কৃতজ্ঞ। খুব তাড়াতাড়ি মাকেশাড়িটা পাঠিয়ে দেবো।” কূটনৈতিক শিবিরের মতে, শীর্ষ স্তরে এ ব্যক্তিগত সম্পর্কের প্রতিফলনঅন্য স্তরেও পড়বে বলেই আশা করছে দু’পক্ষ। তাতে অনেক জটিল সমস্যা নিয়েআলোচনার পক্ষে সহায়ক পরিবেশ তৈরি হতে পারে।