কমান্ডার আ.শু বাঙ্গালী ডেপুটি কমান্ডার আহসান আলী নির্বাচিত
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমান্ডের নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া গেছে। এতে উপজেলা কমান্ডার পদে আ. শুকুর বাঙ্গালী ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ১৫৫ ভোট।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন ডেপুটি কমান্ডার আহসান আলী, সাংগঠনিক কমান্ডার পদে মো. মোজাম্মেল হক, সহঅর্থ কমান্ডার পদে নাজির উদ্দীন, সহতথ্য প্রচার কমান্ডার পদে কাজী আবুল কাশেম, সহত্রাণ ও সমাজ কল্যাণ কমান্ডার পদে ওসমান গণি, সহদপ্তর ও পাঠাগার কমান্ডার পদে মো. ফজলুল হক, সহক্রীড়া ও সাংস্কৃতিক কমান্ডার পদে গোলাম ছারোয়ার সিদ্দিক, সহসমাজ কল্যাণ শাহীদ ও মুক্তিযোদ্ধাহত কমান্ডার পদে আজিজুল হক ও কার্যকরী সদস্য পদে আয়ুব আলী এবং রহমত অলী। পরাজিত প্রার্থীরা হলেন- ডেপুটি কামান্ডার পদে মনোয়ার হোসেন, সাংগঠনিক কমান্ডার পাদে আকছেদ আলী, সহঅর্থ কমান্ডার পদে ওসমান গণি, সহতথ্য প্রচার কমান্ডার পদে সাকার উদ্দীন, সহত্রাণ ও সমাজ কল্যাণ কমান্ডার পদে ওসমান গনি, সহদফতর ও পাঠাগার কমান্ডার পদে নজরুল ইসলাম, সহক্রীড়া ও সাংস্কৃতিক কমান্ডার পদে তোফাজ্জেল হোসন, সহসমাজ কল্যাণ শহীদ ও মুক্তিযোদ্ধাহ কমান্ডার পদে লিয়াকত আলী, কার্যকরী সদস্য পদে আয়ুব আলী এবং মকছেদ আলী।
উল্লেখ্য, গত ৪ জুন গোপন ব্যালটে ভোটগ্রহণ শেষে ওই রাতেই বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা হয়।