দর্শনা পৌর কাউন্সিলর সুমন লাঞ্ছিত : পৌরসভায় জরুরি বৈঠক

 

 

দর্শনা অফিস: জমিজমা সংক্রান্ত বিরোধের সালিশে দর্শনা পৌর কাউন্সিলর রবিউল হক সুমন লাঞ্ছিত হয়েছেন। সুমনে লাঞ্ছিত ঘটনায় পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে জরুরিসভা। চলছে মামলার প্রস্তুতি। অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছে পৌর কাউন্সিলররা।

গতকাল শুক্রবার বেলা ১০টার দিকে রেল বাজারের আল্লাহর দান হোটেল মালিক খন্দকার জহিরুল ইসলাম সাথে দর্শনা পরাণপুরের শরিফুল ইসলামের জমিজমা সংক্রান্ত ঘটনায় বিরোধ চলছে। এ জমি মাপজোপের জন্য বিজ্ঞ আদালত কর্তৃক সার্ভেয়ার পাঠানো হয়। খন্দকার জহিরুল ইসলাম সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সুমনকে থাকার জন্য পৌরসভায় আবেদন করেন। সে মোতাবেক ঘটনাস্থলে যান সুমন। শুরু হয় জমি মাপজোপ। এক পর্যায়ে পরাণপুরের মোশাররফ হোসেনের ছেলে শরিফুল ইসলাম, স্বপন, রকিব ও রিপন মারমুখি আচরণ করেন কাউন্সিলর সুমনের সাথে। স্থানীয়দের সহযোগিতায় সুমন রক্ষা পেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় গতকালই সন্ধ্যায় দর্শনা পৌরসভায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি করা হয়েছে। সেইসাথে অভিযুক্তদের বিরুদ্ধে আজ শনিবার মামলা দায়ের করা হতে পারে বলে জানিয়েছে প্যানেল মেয়র শরীফ উদ্দীন। সকল কাউন্সিলরের উপস্থিতিতে বৈঠকের সভাপতিত্ব করেন পৌর মেয়র মহিদুল ইসলাম।