ঝিনাইদহ অফিস: ঘন ঘন লোডশেডিঙের প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুর বিদ্যুত অফিস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বিদ্যুত অফিস সূত্রে জানা যায়। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এলাকাবাসী জানায়, শুক্রবার মহেশপুরের বিভিন্ন এলাকায় সংযোগ মেরামতের কাজ হবে তাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুত থাকবে না জানিয়ে মাইকিং করা হয়। কিন্তু শুক্রবার রাত ৮টা পর্যন্ত বিদ্যুত না পাওয়ার কারণে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে।
এলাকাবাসীর অভিযোগ, পিডিবির মহেশপুর আবাসিক প্রকৌশলী বাবুল কুমার প্রতিদিন নিজ বাসভবন যশোরে থাকেন। তিনি নিয়মিত মহেশপুরে না এসে যশোরে থাকেন। আর লাইনম্যান পরিতোষ প্রতিদিন সকাল ১০টার দিকে অফিসে এসে বিকেল ৩টার দিকে ঝিনাইদহ শহরে চলে যান। এলাকাবাসী আরও অভিযোগ করেন, আবাসিক প্রকৌশলী বাবুল কুমারের কারণে মহেশপুরে বিদ্যুতের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। তবে বাবলু কুমারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইলফোন বন্ধ পাওয়া গেছে।