স্টাফ রিপোর্টার: ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল হকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নবনির্বাচিত জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার অনন্তপুর গ্রামের নিজ বাড়িতে নবনির্বাচিত নেতৃবৃন্দরা সৌজন্য দেখা করেন। এসময় কাজী সিরাজুল হক নবনির্বাচিত কমিটির নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নবনির্বাচিত জেলা কমান্ডার মো. আবু হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দরা মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল হকের সাথে সৌজন্য দেখা করতে যান। এসময় জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার মোস্তফা খান, সহিদ খাঁ, সহকারী কমান্ডার (সাংগঠনিক) আতিয়ার রহমান, সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন, নিজাম উদ্দিন, নুরুল হক, মোখতার হোসেন ও সুজাত আলী উপস্থিত ছিলেন। এছাড়াজীবননগর উপজেলা ইউনিট কমান্ডার শামসুল আলম সাত্তার ও ডেপুটি কমান্ডার বদর উদ্দিনসহ ইউনিটের নবনির্বাচিতরা এসময় উপস্থিত ছিলেন।