কোটচাঁদপুরে গৃহবধূ হত্যা : স্বামী ও শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

 

 

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে বিলকিস বেগম নামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

কোটচাদপুর থানার ওসি ফজলুর রহমান জানান, গোবিন্দপুর গ্রামের হাবিবুর রহমান গত ৩ বছর আগে পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের নষ্কর আলীর মেয়ে বিলকিস বেগমকে(২৫) বিয়ে করে। বিয়ের পর থেকেই স্বামী হাবিবুর রহমান স্ত্রী বিলকিস বেগমকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিলো। যৌতুক না পেয়ে ক্ষিপ্ত হয়ে হাবিবুর গতকাল সকালে নিজ বাড়িতে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে স্ত্রী বিলকিস বেগমকে হত্যা করে। তাদের একটি শিশুকন্যা রয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী, শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে।নিহত বিলকিস বেগমের পিতা নষ্কর আলী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠিয়েছে।