গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের একটি উচ্চ পদস্থ প্রতিনিধিদল দামুড়হুদার হাঊলী ইউনিয়ন পরিষদ ও আর্সেনিক কবলিত দুধপাতিলা গ্রাম সরেজমিনে পরিদর্শন করেন। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং এনজিও ফোরাম ও রিসো কর্তৃক বাস্তবায়িত অ্যানহ্যানসিং গভার্ন্যান্স অ্যান্ড ক্যাপাসিটি অব সার্ভিস প্রভাইডার অ্যান্ড সিভিল সোসাইটি ইন ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন সেক্টর প্রকল্পের কার্যক্রম সরেজমিনে দেখতে দলটি চুয়াডাঙ্গায় আসেন। বেলা সাড়ে ১১টায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদল প্রকল্প সহায়তায় দুধপাতিলা গ্রামে আর্সেনিকোসিস রোগীদের জন্য অনুষ্ঠিত হেলথ ক্যাম্পে উপস্থিত হন। এসময় রিসো’র পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়।তারা আর্সেনিকের ভয়াবহতা এবং আর্সেনিক আক্রান্ত মানুষের কষ্টের কথা শোনেন এবং বিভিন্ন বিষয়ে তাদের সাথে কথা বলেন। এরপর প্রকল্প সহায়তায় আর্সেনিক আক্রান্ত এলাকার মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে স্থাপিত আর্সেনিক ও আয়রন রিমুভাল প্লান্ট পরিদর্শন করেন। এসময় প্রতিনিধিদলটি উপকারভোগীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। বেলা সাড়ে ১২টায় ৫নং ওয়ার্ড গ্রাম উন্নয়ন কমিটির সাথে মতবিনিময় করেন। গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে প্রতিনিধি দলের সদস্যদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়। এসময় গ্রাম উন্নয়ন কমিটি কর্তৃক এলাকার নিরাপদ পানি ও স্যানিটেশন সমস্যা চিহ্নিত করে তৈরি করা সামাজিক মানচিত্র ও এলাকার গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে তৈরি করা কমিউনিটি কর্মপরিকল্পনা দেখেন এবং গ্রাম উন্নয়ন কমিটি, ইউনিয়ন ওয়াটসান কমিটি ও ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে কীভাবে কাজ করে তার বিস্তারিত খোঁজখবর নেন। বেলা ১টায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদলটি হাউলী ইউনিয়ন পরিষদে পৌঁছুলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান,সচিব ও মেম্বারবৃন্দ ফুলের তোড়া দিয়ে তাদেরকে স্বাগত জানান। এরপর হাউলী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন পরিষদের আয়ের উৎস, বাজেট প্রণয়ন, কর্মপরিকল্পনা ও বাস্তবায়নে জনঅংশগ্রহণ এবং সমন্বয়ের বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদলটি বিভিন্ন প্রশ্ন করেন। ইউনিয়ন পরিষদের পক্ষে হাঊলী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীনসহ সকল সদস্য প্রতিনিধিদলের প্রশ্নের উত্তর দেন এবং তাদের সহায়তায় বাস্তবায়িত প্রকল্পের প্রশংসা করেন, হাউলী ইউনিয়নের মানুষের নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ইউরোপিয়ান ইউনিয়নের আরো বেশি সহায়তা প্রত্যাশা করেন। প্রতিনিধি দলে ছিলেন- ইউরোপিয়ান ইউনিয়নের এশিয়া, সেন্ট্রাল এশিয়া এবং মিডল ইস্টের পরিচালক ডার্ক মেগাঙ্ক, এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ডেপুটি হেড জস জনকার্কস, ফার্স্ট কাউন্সিলর ফিলিপ জ্যাকুইস, ফাস্ট সেক্রেটারি গনজালো সিরানো, প্রোগ্রাম ম্যানেজার লুস প্যাটজিল্ট, রুরাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার আরহাম উদ্দীন সিদ্দিক, ফুড সিকিউরিটি অ্যাডভাইজার মন্জুরুল আলম। প্রতিনিধি দলকে সহায়তা করেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক এসএমএ রশিদ, রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, এনজিও ফোরামের প্রোজেক্ট কোঅর্ডিনেটর সামস উদ্দীন মো. রাফি, আঞ্চলিক ব্যবস্থাপক এএইচএম হাসানুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মওলানা আজিজুর রহমান,হাউলী ইউপি চেয়ারম্যান (ভারঃ) নিজাম উদ্দীনসহ ইউপি মেম্বার ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ। ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদল দুপুর ২টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাঈদ মাহবুব, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, এনডিসি মুনিবুর রহমান ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে লান্স ও মতবিনিময় করেন।