আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় বিএনপির পকেট কমিটি করার অভিযোগ তুলে গতকাল শুক্রবার বিকেলে বিএনপির বিক্ষুব্ধ নেতৃবৃন্দ এক জরুরি সভার আয়োজন করেন। বিএনপি নেতা শেখ সাইফুল ইসলামের বাগানবাড়িতে অনুষ্ঠিত ওই সভায় ১৫ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেনবলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বেঠকে নেতৃবৃন্দ অভিযোগ তুলে বলেন, দীর্ঘদিনের ত্যাগী নেতাদের বাদ দিয়ে ঘরে বসে পকেট কমিটি করা হয়েছে। যা শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে আমরা কখনো মেনে নিতে পারিনা। অবিলম্বে ওই কমিটি বাতিল করে প্রকৃত নেতাকর্মীদের নিয়ে কমিটি করতে হবে। উপজেলা বিএনপির নেতা ইফতেখারুজ্জামান লুডুর সভাপতিত্বে ওই সভয় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল কাউনাইন টিলু। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির নেতা ইসরাফ হোসেন। বিএনপি নেতা শেখ সাইফুল ইসলামের উপস্থপনায় বক্তব্য রাখেন সোবহান উদ্দিন,বেরাহান উদ্দিন,মহির উদ্দিন, রেজাউল করিম, মুসা হক মিয়া, ইঞ্জিনিয়ার রেজাউল হক,হারদী ইউনিয়নের পক্ষে মহিনুল ইসলাম,কুমারী ইউনিয়নের পক্ষে বিল্লাল হোসেন,কালিদাসপুর ইউনিয়নের পক্ষে আলী হোসেন,বেলগাছি ইউনিয়নের পক্ষে আমজাদ হোসেন, ফারজুল ইসলাম,জামজামি ইউনিয়নের পক্ষে ডা. আলা উদ্দিন,ডাউকি ইউনিয়নের পক্ষে আব্দুল হান্নান,হেলাল উদ্দিন, আইলহাসের মেম্বার আশা,লিয়াকত আলী,একরামুল হক বুলু,আব্দুর রশিদ মালিথা,শওকত খান, স্বেচ্ছাসেবক দল নেতা বাকি বিল্লাহ, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মাগরিবুর রহমান,ওহিদুল ইসলাম বাবু,গোলাম হোসেন,খাজা,শোয়েব,পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক ফারুক হোসেন,হাসিবুল ইসলাম,জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক তৌফিক খান,আলা,বাপ্পী,জসিম, ছোট, তৌফিক প্রমুখ।