মাথাভাঙ্গা মনিটর: সাক্ষাতের সময় পা না ছুঁতে দলীয় আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেনভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার বিজেপির সংসদীয় দলেরসাথে এক বৈঠকে মোদি এ আহ্বান জানান। পার্লামেন্টের সেন্ট্রাল হলে এ বৈঠকহয়।ওই বৈঠকে মোদি দলীয় আইনপ্রণেতাদের বেশকিছু উপদেশ দেন। মোদি তাঁকে সালাম না করার পাশাপাশি জ্যেষ্ঠ নেতাদের সালামনা করতেও আইনপ্রণেতাদের বলেন।
ওই বৈঠকে মোদি বলেন, পার্লামেন্টে বক্তৃতাদেওয়ার আগে বিজেপির সদস্যদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, বক্তব্য দেওয়ার সময় আইনপ্রণেতাদের অবশ্যই বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণকথা বলতে হবে। বক্তব্য অবশ্যই বিজেপির মতামতের সাথে সামঞ্জস্যপূর্ণ হতেহবে।আইনপ্রণেতাদের অবশ্যই কঠোর পরিশ্রমী এবং বেশি বেশি অধ্যয়ন করারও পরামর্শ দেন মোদি।এদিকেমোদির বক্তব্যের বিষয়ে বিজেপির জ্যেষ্ঠ নেতারা বলেন, আইনপ্রণেতারা যাতেতোষামোদী ও ব্যক্তিগত সুবিধা না নিতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী এসবউপদেশ দিয়েছেন।