মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনার হয়ে অনেক শিরোপা জিতেছেন;এবার দেশেরহয়ে একটা শিরোপা জিততে চান লিওনেল মেসি। ব্রাজিল বিশ্বকাপের আগে এক সাক্ষাতকারে ওই লক্ষ্যটাকেই নতুন করে আবার জানালেন আর্জেন্টিনাঅধিনায়ক।সাক্ষাতকারে মেসি জানান, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের চেয়ে এখন খেলোয়াড়ি ও ব্যক্তিগত দু দিক থেকেই এখন আরো পরিণত তিনি।বসনিয়া-হার্জেগোভিনারবিপক্ষে ১৫ জুনের ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে।দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপে আছে নাইজেরিয়া ও ইরানও।বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছেন মেসি। এবার তার নেতৃত্বেই খেলবে আর্জেন্টিনা।গত কয়েক বছরে আমি খেলোয়াড় হিসেবে অনেক পরিণত হয়েছি। আমি অনেক ভালো ও খারাপ ঘটনার মধ্যদিয়ে গিয়েছি,যা আমাকে আরো পেশাদার করেছে।আগের দুবার হতাশা নিয়ে ফিরলেও শিরোপাই চাই মেসির।আমিআর্জেন্টিনার হয়ে এই শিরোপাটি জিততে চাই। মানুষ আমাকে বাইরে থেকে যেমনদেখে তা পাল্টানোর জন্য নয়। জিততে চাই,কারণ এটা দলের লক্ষ্য আর আমারতালিকায় নতুন একটি ট্রফি যোগ করা।বাবা হওয়ার পর থেকে দৃষ্টিভঙ্গি অনেক পাল্টে গেছে মেসির।বাবা হওয়ার পর তুমি সবকিছু ভিন্নভাবে দেখবে। এখন আমার ছেলে সবার আগে এরপর অন্যরা। এটা আমাকে অনেক পাল্টে দিয়েছে।আর্জেন্টিনাঅধিনায়ক জানান, সবসময়ে ভালো করার ইচ্ছা,আরো বেশি চাওয়া এবং প্রথমব্যক্তি হিসেবে নিজের সমালোচনা এসবের যোগফলে সেরাদের কাতারে উঠে এসেছেনতিনি।মেসি বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকায় রেখেছেন,ক্লাব সতীর্থচাভি,ইনিয়েস্তা ও নেইমারকে। একই সাথে রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানোরোনালদো,বায়ার্ন মিউনিখের ফ্র্যাঙ্ক রিবেরি ও আরিয়ান রবেনও আছেন তারতালিকায়।আমি অনেক খেলোয়াড়ের নাম বলতে পারবো। তবে আমার মনে হয় এটা ভক্তদের ওপরই ছেড়ে দেয়া উচিত।