মেহেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ফল ঘোষণা

 

মেহেরপুর অফিস: নির্বাচন শেষে মেহেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সিরাজুল ইসলাম কমান্ডার ও খোদা বকস ডেপুটি কমান্ডার নির্বাচিত হয়েছেন। গতকালবুধবার সকাল ৯টা থেকে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।              মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আজিজ ১৫৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ডেপুটি কমান্ডার পদে খোদা বকস ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচনের অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ১৪৯ ভোট পেয়ে মাহাতাব আলী, পুনর্বাসন (শহীদ ও যুদ্ধাহত) সম্পাদক পদে ১৬০ ভোট পেয়ে ইমদাদুল হক, তথ্য ও প্রচার সম্পাদক পদে ১৫৩ ভোট পেয়ে আব্দুর রহমান, ত্রাণ ও পুণর্বাসন কল্যাণ সম্পাদক পদে ১৬০ ভোট পেয়ে আব্দুল আজিজ নির্বাচিত হয়ছেন। এছাড়া সদস্য পদে আবু বকর শেখ ১৫৮ ভোট ও মো. ফয়েজউদ্দিন ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক পদে গুরুদাস হালদার, দপ্তর সম্পাদক পদে আহাদ আলী এবং ক্রীড়া সম্পাদক পদে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

জেলার তিনটি উপজেলায় ৪টি ইউনিটে ৪টি প্যানেলে মোট ২৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের মোট ভোটার ছিলো ৯১৩ জন। ভোটাররা তাদের পছন্দের ৫০জন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোট দিয়েছেন। মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা ভোটগ্রহণ পরিদর্শন করেন।