মুজিবনগর প্রতিনিধি:কমান্ডার পদে আব্দুল জলিল (ঘোড়া) ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নায়েক আহসান আলী খান (কলস) পেয়েছেন ৪৬ ভোট। ডেপুটি কমান্ডার পদে নায়েক মো. আলী হোসেন (কলস) ৪৭ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম (ঘোড়া) ৪৬ ভোট পেয়েছেন। সহকারী কমান্ডার (সাংগঠনিক) পদে মহসিন আলী (কলস) ৪৫ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেন (ঘোড়া) পেয়েছেন ৪৪ ভোট। সহকারী কমান্ডার (পুনর্বাসন, সমাজকল্যাণ, শহীদ ও যুদ্ধাহত) পদে হারুনুর রশীদ (ঘোড়া) ৪৫ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনছুর আলী (কলস) পেয়েছেন ৪২ ভোট। সহকারী কমান্ডার (তথ্য ও প্রচার) পদে আব্দুল করিম (ঘোড়া) ৪৬ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী লুকাস মল্লিক পেয়েছেন (কলস) ৪১ ভোট। সহকারী কমান্ডার (অর্থ) পদে আকবর আলী (ঘোড়) ৪৫ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকির মহাম্মদ (কলস) ৪৪ ভোট পেয়েছেন। সহকারী কমান্ডার (ক্রীড়া ও সাংস্কৃতিক) পদে তপন বিশ্বাস (ঘোড়া) ৪৭ ভোট এবংনিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার (কলস) পেয়েছেন ৪০ ভোট।