মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় ক্ষমা প্রার্থনা

দর্শনা সমান্তে বিজিবি-বিএসএফর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

 

দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত টানা দেড়ঘণ্টা জয়নগর সীমান্তের ৭৬ নং মেন পিলার সংলগ্ন বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সৌজন্যমূলক এ বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার পরিচালক কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন (পিএসপি)। বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি পিএস শেখর। বৈঠকে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান, ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভিরেন্দ্র দত্ত, ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল শর্মা, সহকারী কমিশনার এসি দিপক থাপ্পা ও ইন্সপেক্টর বিজয় বিশ্বাস। বৈঠকে মহেশপুর সীমান্তে১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারতের ফতেপুর ক্যাম্পের টহল বিএসএফ’র গুলিতে রিপন নামের বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় দুঃখ ও ক্ষমা প্রার্থনা করা হয় বিএসএফ’র পক্ষ থেকে। বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষীবাহীনির মধ্যে সুসম্পর্ক বজায়, মাদক এবং চোরাচালানবিরোধী ফলপ্রস্যূ আলোচনা হয়েছে।